সিরিয়ায় অধিকার বিষয়ক কর্মি এবং বাশিন্দারা বলছেন যে সরকারী ট্যাঙ্ক ও সৈন্যরা মধ্যাঞ্চলীয় শহর হামায় প্রবেশ করেছে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের এই মূল স্থানে নতুন করে অভিযানে লোকজনকে গ্রেপ্তার করছে।
তারা বলছেন যে বুধবার হামায় বন্দুকের গুলির আওয়াজ শোনা যায় এবং ট্যাঙ্ক আর সামরিক গাড়িগুলি শহরে প্রবেশ করে। তারা বলছে যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর শত শত লোক বাস থেকে নেমে পায়ে হেটে , আল কসুর এবং আল হামিদিয়া এলাকাদুটিতে বিরোধী কর্মিদের সন্ধান কাজ শুরু করে। তবে এ সব সত্বেও সেখানে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
এই গণ অভুত্থান দমনে মি আসাদের সহিংস অভিযানের কারণে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারিত করেছে।
ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে যে সদ্য সমাপ্ত রমমজান মাসেই কেবল সেখানে৩৬০ জন অসামরিক লোকজন এবং ১১৩ জন সেনা সদস্যকে হত্যা করা হয়।