অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনের একটি এলাকায় দাঙ্গায় দোকানপাট ক্ষতিগ্রস্ত


লন্ডনের একটি এলাকায় দাঙ্গায় দোকানপাট ক্ষতিগ্রস্ত
লন্ডনের একটি এলাকায় দাঙ্গায় দোকানপাট ক্ষতিগ্রস্ত

উত্তর লন্ডনের টোটেনহ্যাম এলাকায় শনিবার রাতের দিকে দাঙ্গা বেধে যাওয়ায় বহু পুলিশ কর্মকর্তা আহত হন এবং সেখানে অনেক লোককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বহু গাড়ি ভাংচুর করা হয় , বাসে অগ্নিসংযোগ করা হয় এবং দোকানপাট ভাঙ্গা হয়।

২৯ বছর বয়সী এক তরুণকে বৃহস্পতিবার গুলি করে হত্যার প্রতিবাদে একটি শান্তিপূর্ণ মিছিল , সহিংস হয়ে উঠলে এই দাঙ্গা দেখা দেয়। ঐ অঞ্চলের সাংসদ ডেভিড ল্যামি বলেন যে গত রাতে যা ঘটেছে , তাকে টোন্যামের অধিকাংশ লোকই প্রত্যাখান করে।

একজন স্থানীয় বাশিন্দা বলেন এই এলাকার লোকজনের ব্যাপারে পুলিশের আস্থার অভাব রয়েছে এবং সেটাই বোধ হয় তাদের উষ্মার কারণ ।

লল্ডনের টোটেন্যামের এই দাঙ্গা সম্পর্কে জানিয়েছেন লন্ডনের সাংবাদিক ও বিশ্লেষক নাহাস পাশা :

XS
SM
MD
LG