কেবল যুক্তরাষ্ট্রে নয় বোধ করি গোটা বিশ্বের জন্যেই মানবাধিকার সংরক্ষণে যার ভূমিকা ছিল মূখ্য সেই মার্টিন লুথার কিং জুনিয়রের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে যে জাতীয় স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে , এই ওয়াশিংটনে , সেখানেই সমবেত হয়েছেন হাজার হাজার লোক।
যুক্তরাস্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা মানবাধিকার বিষয়ে কিছু উজ্জ্বল ব্যক্তিত্ব এবং মার্টিন লুথার কিং এর পরিবারের সদস্য এবং আনুমানিক প্রায় ৫০ হাজার দর্শকের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ওবামা , যিনি আমেরিকায় কৃষ্ণাঙ্গদের সমান অধিকার অর্জনের প্রচেষ্টায় নিজের জীবন বিসর্জন দিয়েছেন।
নবনির্মিত এই স্মৃতিস্তম্ভটি হচ্ছে একমাত্র স্মৃতিস্তম্ভ এখানকার জাতীয় মল এ যা যুক্তরাস্ট্রের কোন প্রেসিডেন্ট কিংবা কোন যৃদ্ধের প্রতি নিবেদিত নয় , নিবেদতি একজন অসাধারণ মানুষের প্রতি , যিনি যুক্তরাষ্ট্রকে স্বপ্ন দেখাতে চেয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ছিল , তার কথায় , আর তারই প্রতিধ্বনি এই গানে , মার্টিন লুথার কিং এর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি