অ্যাকসেসিবিলিটি লিংক

আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে কিনিয়া, সোমালিয়ার সাহায্যের আবেদন


আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে কিনিয়া, সোমালিয়ার সাহায্যের আবেদন
আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে কিনিয়া, সোমালিয়ার সাহায্যের আবেদন

কিনিয়া ও সোমালিয়া আল ক্বায়দা সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠি আল শাবাবকে পরাস্ত করতে আরো আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে। পাশ্ববর্তী দেশগুলি এই গোষ্ঠিকে অভিন্ন শত্রু বলে ঘোষণা করেছে।

নাইরোবিতে সোমবার এক বৈঠকের পর কিনিয়ার প্রধানমন্ত্রী রায়লা অদিঙ্গা এবং সোমালিয়ার প্রধানমন্ত্রী আব্দিওয়েলি মোহাম্মদ আলী সোমালিয়ায় আফ্রিকি ইউনিয়নের শান্তরক্ষা মিশনে আরো সৈন্য পাঠানোর আহ্বান জানান।

এক যৌথ বিবৃতিতে তাঁরা বন্দর নগরী কিসমায়োতে পরিকল্পিত অবরোধে প্রায়োগিক এবং আর্থিক সহায়তার অনুরোধ করেছেন । ঐ শহরটি আল শাবাবের শক্ত ঘাঁটি এবং তাদের সরবরাহ কেন্দ্র ।

বর্তমানে এই আফ্রিকি ইউনিয়নের মিশনে সাড়ে ন হাজার সৈন্য রাজধানী মোগাদিশু এবং তার আশপাশে অবস্থান করছে। তারা সেখানে সোমালিয়ার অন্তবর্তী সরকারকে সাহায্য করছে। জিবোতি এই মিশনে আরও তিন হাজার সৈন্য পাঠাবার প্রতিশ্রুতি দিয়েছে।

XS
SM
MD
LG