অ্যাকসেসিবিলিটি লিংক

ডঃ মোহাম্মদ ইউনুস: সামাজিক ব্যবসা তিন বছরে বিভিন্ন দেশে পরিচিত হয়ে উঠছে। যে কোন মানুষ, যে কোন দেশে এই কর্মসুচী শুরু করতে পারেন


Supporters of ousted Egyptian President Mohamed Morsi take part in a demonstration in Cairo, August 9, 2013.
Supporters of ousted Egyptian President Mohamed Morsi take part in a demonstration in Cairo, August 9, 2013.

ড: ইউনুস বললেন সামাজিক ব্যবসা তিন বছরে বিভিন্ন দেশে পরিচিত হয়ে উঠছে। যে কোন মানুষ, যে কোন দেশে এই কর্মসুচী শুরু করতে পারেন।

অস্ট্রিয়ার ভিয়েনায় শুরু হয়েছে ২ দিনের সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা সংক্রান্ত শীর্ষ সম্মেলন । নোবেল জয়ী ডঃ মোহাম্মদ ইউনুসের ধ্যানধারণার ফলশ্রুতি এই সামাজিক ব্যবসা । ভিয়েনা থেকে টেলিফোনে আমাদের সঙ্গে সাক্ষাতকারে ডঃ ইউনুস এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ।

তিনি বলেন, ‘সামাজিক ব্যবসার তহবিল দিনে দিনে বাড়ছে। কারও যদি বুদ্ধি থাকে যে কোন একটা ব্যবসা করে আমি সমাজের কোন সমস্যার সমাধান করতে পারবো তা হলে সেটা করতে পারে এবং তাকে যেন বিনিয়োগের জন্য অপেক্ষা করতে না হয়। সামাজিক ব্যবসার তহবিলে টাকাটা থাকবে তারা সেটা ব্যবহার করতে পারবে। এই ধরণের তহবিল সৃষ্টি হয়েছে অনেকগুলো – ভারতে হয়েছে, হাইতিতে হয়েছে, কলম্বিয়ায় হয়েছে’।

ওয়াশিংটন থেকে টেলিফোনে তার সাক্ষাতকার নিয়েছেন রোকেয়া হায়দার।

XS
SM
MD
LG