ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লাস্কনি তার পদত্যাগের জন্যে এখন চাপের মুখে রয়েছেন। মঙ্গলবার সেখানকার সংসদে যে ভোট গ্রহণের কথা রয়েছে , তার আগে তার শরিকরা তার এই সংখ্যাগরিষ্ঠ জোট ত্যাগ করছে।
মি বার্লাসস্কোনির গরিষ্ঠতা নিয়ে যখন প্রশ্ন উঠছে , কর্মকর্তারা ভাবছেন যে ইউরোপীয় আর্থিক সহযোগিতা পাবার জন্যে তিনি অর্থ আইন পাশ করাতে পারবেন কী না , সে নিয়ে সঙশয় আছে।
মি বার্লাসকোনি পদত্যাগ করছেন এ রকম গুজবের মধ্যে ইটালির অর্থবাজার আজ সোমবার চাঙ্গা হয়ে ওঠে। তবে প্রধানমন্ত্রী দ্রুত এই গুজব নাকচ করে দেন।