অ্যাকসেসিবিলিটি লিংক

পদত্যাগের জন্যে বার্লাস্কোনির উপর চাপ বাড়ছে


পদত্যাগের জন্যে বার্লাস্কোনির উপর চাপ বাড়ছে
পদত্যাগের জন্যে বার্লাস্কোনির উপর চাপ বাড়ছে

ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লাস্কনি তার পদত্যাগের জন্যে এখন চাপের মুখে রয়েছেন। মঙ্গলবার সেখানকার সংসদে যে ভোট গ্রহণের কথা রয়েছে , তার আগে তার শরিকরা তার এই সংখ্যাগরিষ্ঠ জোট ত্যাগ করছে।

মি বার্লাসস্কোনির গরিষ্ঠতা নিয়ে যখন প্রশ্ন উঠছে , কর্মকর্তারা ভাবছেন যে ইউরোপীয় আর্থিক সহযোগিতা পাবার জন্যে তিনি অর্থ আইন পাশ করাতে পারবেন কী না , সে নিয়ে সঙশয় আছে।

মি বার্লাসকোনি পদত্যাগ করছেন এ রকম গুজবের মধ্যে ইটালির অর্থবাজার আজ সোমবার চাঙ্গা হয়ে ওঠে। তবে প্রধানমন্ত্রী দ্রুত এই গুজব নাকচ করে দেন।

XS
SM
MD
LG