অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থাকার শর্ত দিয়েছেন কারজাই


আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থাকার শর্ত দিয়েছেন কারজাই
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থাকার শর্ত দিয়েছেন কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজায়ী বলেছেন, তাঁর দেশ চায় সার্বভৌমত্ব এবং অংশীদারিত্বের শর্ত হিসেবে রাত্রিলীন আক্রমণ অভিযানের অবসান। আর কেবল এই ব্যবস্থার অধীনে যুক্তরাষ্ট্রের কিছু সেনা আফগানিস্থানে অবস্থান করতে পারবে। তিনি বলেন তাঁর সরকারের পাশাপাশি তিনি সমান্তরাল কোন প্রতিষ্ঠান চাননা।

বুধবার তিনি আফগানিস্তানের লোয়া জিরগার চারদিনের সমাবেশের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন দুহাজারের বেশী আফগান রাজনীতিক, উপজাতীয় সরদার এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ। তাদের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের সম্পর্ক এবং তালেবানদের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ইত্যাদি বিষয় নিয়ে কথা বার্তা বলা।

তালেবান দল আলোচনা বানচাল করার হুমকি দিলে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কাবুলে বৈঠক বসেছে।

প্রেসিডেন্ট কারজায়ী বলেছেন ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ঘাটিঁ খুলতে পারবে। তাতে অর্থ সমাগম হবে এবং আফগান বাহিনী প্রশিক্ষন নিতে পারবে। তিনি আরো বলেন সরকার সামরিক অংশীদারিত্ব নিয়ে বৃটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছে।

XS
SM
MD
LG