অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নিযুক্তি সম্পন্ন : ইটালির বারলাসকোনি ভোটে টিকে গেলেন


গ্রীসে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নিযুক্তি সম্পন্ন : ইটালির বারলাসকোনি ভোটে টিকে গেলেন
গ্রীসে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নিযুক্তি সম্পন্ন : ইটালির বারলাসকোনি ভোটে টিকে গেলেন

গ্রীসের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন বলছে যে অর্থনীতিবিদ লুকাস পাপাডেমস দেশের অন্তবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। তিনি এমন এক সময়ে এই দায়িত্ব নিচ্ছেন যখন ঐ ঋণগ্রস্ত দেশটি আন্তর্জাতিক দাতাদের দাবি মেটানোর চেষ্টা করছেন।

সমাজবাদী প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রিউ , যিনি ঔ পদ থেকে সরে দাড়াচ্ছেন , তিনি মঙ্গলবার রাতে বিরোধি দলীয় নেতা এ্যানটনিস সামারাসের সঙ্গে একটি ঐকমত্যের সরকার গঠনে সম্মত হন যা কীনা আগামি বছরের গোড়ায় জাতীয় নির্বাচন পর্যন্ত ক্ষমতাসীন থাকবে।

নতুন প্রধানমন্ত্রী সম্পর্কে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইউরোপীয় ই্উনিয়নের দাবি ছিল যে গ্রীসের শীর্ষ কর্মকর্তারা এ ব্যাপারে যেন একটা লিখিত প্রতিশ্রুতি দেন যে তারা ঋণ –উদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে কৃচ্ছ্রতার পদক্ষেপ ও নেবে। সামারস ঐ লিখিত প্রতিশ্রুতি দিতে এই বলে অস্বীকৃতি জানান যে এটি জাতীয় মর্যাদার ব্যাপার এবং তার মৌখিক প্রতিশ্রুতিই যথেষ্ট বলে বিবেচিত হওঢা উচিৎ।

মি পাপাডেমস , ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মি পাপাডেমস একজন টেকনোক্র্যাট এবং নির্দলীয় ব্যক্তি বলে মনে করা হয়।

XS
SM
MD
LG