অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের রাজনৈতিক ভবিষ্যৎ আপাতত বেশ জটিল : ড সাঈদ ইফতেখার আহমেদ


ইরাকের রাজনৈতিক ভবিষ্যৎ আপাতত বেশ জটিল : ড সাঈদ ইফতেখার আহমেদ
ইরাকের রাজনৈতিক ভবিষ্যৎ আপাতত বেশ জটিল : ড সাঈদ ইফতেখার আহমেদ

ইরাক থেকে চলতি মাসের শেষে যুক্তরাষ্ট্র ও নেটোর সৈন্য প্রত্যাহারে পর যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইরাকের প্রেসিডেন্ট নুরি আল মালিকি । ওয়াশিংটনে তাদের মধ্যকার যৌথ বৈঠকের পর এই আশাবাদের পরিপ্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে ইরাকের পরিস্থিতি সম্পর্কে ম্যারিল্যান্ড থেকে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড সাইদ ইফতেখার আহমেদ ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের আলোচনায় যেমন সহযোগিতার প্রশ্নের উপর জোর দেয়া হয় , তেমনি কিছু কিছু ব্যাপারে ঐকমত্য হয়নি । তিনি এ প্রসঙ্গে ইরাকের সঙ্গে সিরিয়ার সম্পর্কের কথাটি উল্লেখ করেন।

ড সাঈদ ইফতিখার আহমেদ বলেন যে ইরাকের রাজনৈতিক অবস্থা বেশ জটিল । সেখানে যেমন শিয়া-সুন্নি মেরুকরণ রয়েছে , তেমনি রয়েছে আরব ও কুর্দি মেরুকরণের বিষয়টি । তিনি আশংকা প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনী ইরাক ত্যাগ করার পর, ইরান সেখানে একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজের আধিপত্য প্রতিষ্ঠিত করতে চাইবে । অন্য দিকে শিয়া সুন্নি দ্বন্দ্বের মধ্যে সেখানে আল ক্বায়দা মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা ও নাকচ করা যায় না । সুতরাং ইরাক সামনের দিনগুলিতে এক জটিল অবস্থার মধ্যে দিয়ে যাবে বলে ড আহমেদ মনে করেন।

XS
SM
MD
LG