অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে দূর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের আবার অনশন পরিকল্পনা


ভারতে দূর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের আবার অনশন পরিকল্পনা
ভারতে দূর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের আবার অনশন পরিকল্পনা

প্রবীণ ভারতীয় সক্রিয়বাদী আন্না হাজারে , ভারতের সংসদে যে দূর্নীতিদমন আইন প্রস্তাব নিয়ে বিতর্ক হচ্ছে সে বিষয়ে তিন দিনের অনশন ধর্মঘট চালিয়ে যাবার পরিকল্পনা নিয়েছেন।

ঐ প্রস্তাবে ন সদস্য বিশিষ্ট একটি নজরদারী সংস্থা করার কথা বলা হয়েছে যার কাজ হচ্ছে দূর্নীতির ব্যাপারে যে সব রাজনীতিক ও সরকারী কর্মচারীদের সন্দেহ করা হচ্ছে তাদের ব্যাপারে তদন্ত করা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া। হাজারে বলছে যে এটাই যথেষ্ট। নয়।

তিনি মনে করেন ঐ আইনটি অকার্যকর কারণ এতে ভারতের শীর্ষ তদন্ত সংস্থা Central Bureau of Investigation কে ন্যায়পালের পর্যালোচনার অধীনে আনা হয়নি।

হাজারে , যিনি এই আইনের প্রাথমিক খসড়া তৈরির সময়ে ১২ দিনের অনশন পালন করেছিলেন , তিনি মুম্বাইয়ে মঙ্গলবার থেকে নতুন করে অনশন শুরু করতে চান, যদি না সংসদ, তার বর্তমান অধিবেশন শেষ হবার আগে ঐ প্রস্তাবকে আরও কড়া ভাবে প্রকাশ না করে।

XS
SM
MD
LG