যুক্তরাষ্ট্র একটি ভিডিওর তীব্র সমালোচনা করেছে যে ভিডিওতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা তালেবান যোদ্ধাদের মৃতদেহের ওপর মূত্রত্যাগ করছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা বৃহস্পতিবার বলেন অনলাইন ভিডিও অত্যন্ত পরিতাপের বিষয়। যারা দায়ী তাদের দায়বদ্ধ রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন তিনি।
প্যানেটা যুক্তরাষ্ট্রের মেরিন কোর এবং আফগানিস্তানে নেটোর নিরাপত্তা বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন ভিডিও তদন্ত করে দেখার জন্য।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান, প্যানেটার মতো একই ভাবে ওই ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন আমেরিকান মূল্যবোধ এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মীদের কাছ থেকে যে আচড়ন প্রত্যাশা করা হয়, ওই মেরিন সেনাদের আচড়ন তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যদিও ওই ভিডিও ‘জঘন্য’ তিনি মনে করেন না যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা তাতে প্রভাবিত হবে।