অ্যাকসেসিবিলিটি লিংক

কাউন্সিলম্যান কাজি মিঞা যুব সমাজকে রাজনীতিতে অনুপ্রাণিত করছেন


কাউন্সিলম্যান কাজি মিঞা
কাউন্সিলম্যান কাজি মিঞা

মিশিগানের হ্যামট্রামেক শহরের পৌরসভার কাউন্সিলম্যান কাজি মিঞা একজন বাংলাদেশি আমেরিকান। তিনি মিশিগানের বিশেষ করে হ্যামট্রামেক শহরের বাঙ্গালী কমিউনিটিতে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে লোকজনকে আকৃষ্ট করতে চান। প্রেসিডেন্ট বারাক ওবামা ও বাঙ্গালীরা তাকে রাজনীতিতে যোগদানে অনুপ্রাণিত করেছেন।

ভয়স অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে কাউন্সিলম্যান কাজি মিঞা বলেন বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশুনা করছে এবং পেশাগত জীবনে উন্নতি করছেন।

তিনি বলেন যে সব ইতিবাচক খবর হয়ত সংবাদ মাধ্যমে দেখা যায় না, তা তিনি নিজের চোখে দেখছেন। তিনি দেখছেন বাঙ্গালী ছেলেমেয়েরা কলেজ থেকে পাশ করছেন, সাফল্য অর্জন করছেন। কাজি মিঞা বলেন তারা কমিউনিটিতে ফিরে আসতে চেষ্টা করছেন “টু গিভ ব্যাক”।

২০০৪ সালে কাজি মিঞা প্রথম প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিভিশনে দেখেন। তিনি সেই ‘সেনেটর ওবামার’ ভাষণে মুগ্ধ হন। কাজি মিঞা আইওয়া রাজ্যে প্রেসিডেন্ট ওবামার রাজনৈতিক প্রচার অভিযানে কাজ করেন এবং ওবামার সঙ্গে তার সাক্ষাতের সুযোগও হয়।

XS
SM
MD
LG