অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারী ক্লিন্টন বার্মার প্রেসিডেন্ট থিন সেনের সাক্ষাত


যুক্তরাষ্ট দক্ষিণপূর্ব এশিয়া থেকে আনুষ্টানিক ভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন শুক্রবার বার্মার প্রেসিডেন্ট থিন সেনের সঙ্গে সাক্ষাত করেন।

ক্যাম্বডিয়াতে বৈঠকের পাশাপাশি তিনি থিন সেনের সংগে আলোচনা করেন। ডিসাম্বর মাসে, বার্মাতে সফর কালেও তিনি প্রসিডেন্ট থিন সেনের সংগে সাক্ষাত করেন।

বুধবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে আমেরিকার কোম্পানিগুলো বার্মাতে ১৫ বছরের মধ্যে এই প্রথম সেখানে বিনিয়োগ করতে পারবে।


ওয়াইট হাউজ বলছে, মে মাসে প্রথম এই পদক্ষেপের কথা ঘোষণা করা হয় যখন বার্মার অসামরিক সরকার অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার করা প্রয়াসে ব্যাক্ত করে।

XS
SM
MD
LG