অ্যাকসেসিবিলিটি লিংক

মা্কেল: ইউরোপীয় অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জনে অনেক সময় লাগবে


মা্কেল: ইউরোপীয় অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জনে অনেক সময় লাগবে
মা্কেল: ইউরোপীয় অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জনে অনেক সময় লাগবে

জার্মান চ্যানসেলার অ্যাংহেলা মার্কেল বলেছেন ইউরোপের ৯টি দেশের ঋণমান সূচক কমে যাওয়ার ফলে এটাই প্রতিয়মান যে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে অনেক সময় ও কঠিন কার্যব্যবস্থার প্রয়োজন হবে।

শনিবার জার্মানির উত্তরাঞ্চলের শহর কিল এ তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন তিনি ঋণমান সূচক কমে যাওয়ায় অবাক হননি। তিনি আরও বলেন ইউরোজোন তাদের স্থায়ী উদ্ধার অর্থ ভান্ডার যা ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম নামে পরিচিত তা কার্যকর করা তরান্বিত করবে।

বিশ্ব ব্যাপী ঋণমান সূচক নির্ধারন করে যে তিনটি প্রতিষ্ঠান তার একটি, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসএন্ডপি) শুক্রবার ঋণমান সূচক অবনমন করে। তারা বলেছে ইউরোপের নেতৃবৃন্দ ইউরোজোনের সমস্যাকবলিত আর্থনীতিক পরিস্থিতি নিরসনে খুব ধীর গতিতে পদক্ষেপ নিচ্ছেন।

ঋণমান সূচকে সর্বোচ্চ মান ‘ট্রিপল এ’ হারিয়েছে ফ্রান্স।

ফরাসী অর্থ মন্ত্রী ফ্রাসোঁয়া বারোইন, ওই খবরের সত্যতা যাচাই করেন।

এসএন্ডপির সূচকে ইটালি ও স্পেন, অবনমন হয়েছে দুই ধাপ করে। ইউরোপের সবচাইতে বৃহত্ অর্থনীতি জার্মানি, তাদের ‘ট্রিপল এ’ ঋণমান সূচক বজায় রেখেছে।

XS
SM
MD
LG