অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নারী নির্যাতন অব্যাহত রয়ছে: সালমা খান


ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত জাতিসংঘের নারীর প্রতি বৈষম্য অপসারন সংক্রান্ত কমিটি CEDAW’র প্রাক্তন চেয়ারপারসন ও সদস্য বিশিষ্ট সমাজসেবী ও ঢাকার মহিলা অধিকার সংগঠন Women for Women এর প্রেসিডেন্ট সালমা খান যুক্তরাষ্ট্রে এসেছিলেন এক ব্যাগ্তিগত সফরে।

বাংলাদেশে নারী নির্যাতন অব্যাহত রয়ছে: সালমা খান
বাংলাদেশে নারী নির্যাতন অব্যাহত রয়ছে: সালমা খান

সালমা খান ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন বাংলাদেশে নারী নির্যাতন অব্যাহত থাকায় তিনি উদ্বিগ্ন।

এছাড়া তিনি বাংলাদেশে নারীর অধিকার ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে সাম্প্রতিক পরিস্থিতির বিবরন দেন।

সালমা খান বাংলাদেশে শিশু মৃত্যুর হার হ্রাস ও মাতৃ মৃত্যুর হার কমে যাওয়ার কারণ উল্লেখ করে বলেন শিশু মৃত্যুর হার কমে যাওয়ার কারণ সেখানে নারীর ভূমিকা জোরালো। কিন্তু মাতৃ মৃত্যুর হার বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে নারীর কোন নিজস্ব ভূমিকা নেই বলে। কারণ বেশির ভাগ নারীকে সন্তান প্রসব করতে হয় পুরুষ অভিভাবকের ইচ্ছে অনুযায়ী বাড়িতে চিকিত্সকের পরিচর্যা ব্যাতিরেকে, হাসপাতালে বা স্বাস্হ ক্লিনিকে নয়।

XS
SM
MD
LG