অ্যাকসেসিবিলিটি লিংক

মানবাধিকার কর্মীরা বলেন সিরিয়ান সেনারা গ্রামগুলোর উপর গুলিবর্ষণ করেছে


মানবাধিকার কর্মীরা বলেন সিরিয়ান সেনারা গ্রামগুলোর উপর গুলিবর্ষণ করেছে
মানবাধিকার কর্মীরা বলেন সিরিয়ান সেনারা গ্রামগুলোর উপর গুলিবর্ষণ করেছে

সিরিয়ার মানবাধিকার কর্মীরা বলেছে মতবিরোধীদের দমন করার অব্যাহত প্রচেষ্টায় নিরাপত্তা বাহিনী উত্তরপশ্চিমাঞ্চলের গ্রামগুলোতে গোলাবর্ষণ করে। ওদিকে সরকার, আরবলীগ দমনঅভিযান বন্ধ করার যে দাবী জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে।

মানবাধিকার কর্মীরা বলেছে সরকারি সেনারা বুধবার তুর্কী সীমান্তের কাছে ইদলিব প্রদেশে কয়েকটি গ্রামে ভারি মেশিন গান চালায়। তারা আরও বলেছে নিরাপত্তা বাহিনী স্থানীয় যোগাযাগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে, রাস্তা ঘাট বন্ধ করে এবং লোকজনকে গ্রেফতার করে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছে আরব লীগে সিরিয়ার রাষ্ট্রদূত ইউসেফ আহমেদ, সিরিয়ার সঙ্কট বিষয়ে ওই সংস্থার সর্বসাম্প্রতিক বিবৃতি প্রত্যাখ্যান করেছেন এই বলে যে তা “বৈরিতাপূর্ণ ও গঠনমূলক নয়”।

XS
SM
MD
LG