পাকিস্তানী কর্মকর্তারা বলেন, পাঞ্জাব প্রদেশে শিয়া মুসলমানদের ধর্মীয় শোভাযাত্রায় একটি বোমা বিস্ফোরিত হ’লে কম পক্ষে ১৬ ব্যক্তি প্রাণ হারায়। কর্তৃপক্ষ জানায়, রাহিম ইয়ার খান জেলায় রবিবারের ঐ বিস্ফোরণে কুড়ি জন আহত হয়। কেউ তাৎক্ষনিকভাবে ওই আক্রমনের দায়িত্ব স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্স পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, কাছের বিদ্যুত বা গ্যাস সরবরাহকারী এক পোলে দূর থেকে নিয়ন্ত্রনকারী বোমা পাতা হয়েছিলো আর শোভাযাত্রাটি পোলের কাছে আগমনের সময়ে সেটি ফাটানো হয়।
এর আগে শত শত পাকিস্তানী শিয়া সপ্তম শতকে নবীজির দৌহিত্র ইমাম হুসেইনের মৃত্যুর শোক প্রকাশের চল্লিশতম দিনে খানপুর শহরে সমবেত হয়। পাকিস্তানের ১৬ কোটি অধিবাসীর কুড়ি শতাংশ শিয়া মুসলমান।