অ্যাকসেসিবিলিটি লিংক

ম্লাদিচ: বসনিয়ায় সার্ব সেনা প্রধান


দি হেগ শহরে অবস্থিত জাতি সংঘের বিশেষ আদালতে বুধবার বসনিয়া সার্বের সাবেক সেনা বাহিনীর কমান্ডার রাতকো ম্লাদিচের বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধসহ ১১টি অভিযোগে আনা হয়েছে।

সত্তর বছর বয়সী এই সাবেক কমান্ডারের বিরুদ্ধে আভিযোগ আনা হয়েছে যে তিনি স্রেব্রেনিৎসায় প্রায় আট হাজার পুরুষ এবং কম বয়সী ছেলেদের হত্যার আদেশ দিয়েছিলেন এবং তাকে বসনীয়ার কশাই বলে সমালোচনা করা হয়।

১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় ঐ গণহত্যা সংঘটিত হয়। জাতিসংঘের ব্যাবস্থায় একটি সুরক্ষিত এলাকায় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়ে ছিল।

গত বছর মে মাসে ম্লাদিচকে সার্বিয়ায় গ্রেফতার করা হয়। গত ১৬ বছর ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। বিশেষজ্ঞরা বলেন, সার্ব সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগের সাহায্যের কারনে ম্লাদিচের পক্ষে দীর্ঘদিন পালিয়ে থাকা সম্ভব হয়েছে।

XS
SM
MD
LG