অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন


বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

ঝলমলে অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেছেন।

এরপরই শুরু হয় নয়নাভিরাম সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে ভারতীয় ও শ্রীলঙ্কার শিল্পীরা নেচে গেয়ে তাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। সব শেষে মঞ্চে আসেন বাংলাদেশের শিল্পীরা।

রিকশায় চড়ে প্রথমেই বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং মাঠে প্রবেশ করেন। এরপর একে একে প্রবেশ করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২টি দেশের অধিনায়ক। সব শেষে প্রবেশ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মাঠ প্রদক্ষিণ শেষে মঞ্চে ১৪ জন অধিনায়কের পাশাপাশি দাঁড়ানোর পর সনু নিগম ইংরেজি ভাষায় থিম সঙ্গীত পরিবেশন করেন। এ সময় চলছিল আতশবাজির খেলা।

এই প্রথম এত বড় আয়োজনের সঙ্গী হলো বাংলাদেশ। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হবে দু'টি খেলা। ভারত ও শ্রীলঙ্কাতেও খেলা হবে বিশ্বকাপের।

১৯ ফেব্র"য়ারি রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় বাংলাদেশ লড়বে ভারতের সঙ্গে।

বিস্তারিত শুনুন আহসানুল হকের কাছে।

XS
SM
MD
LG