অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের বিশ্ব সঙ্গীতঃ এম-আই-এর কাগজের প্লেইন


আজকের বিশ্ব সঙ্গীতঃ এম-আই-এর কাগজের প্লেইন
আজকের বিশ্ব সঙ্গীতঃ এম-আই-এর কাগজের প্লেইন

পেইপার প্লেইন্স। কাগজের প্লেইন। আমি কাগজের মত উড়ি, প্লেইন যেমন আকাশে ওড়ে, ঠিক তেমনি আমিও উড়ি।

শুনছেন অল্টারনেটিভ হিপ হপ আর্টিস্ট এম-আই-এর লেখা এবং গাওয়া গান “পেইপের প্লেইন্স” যা গ্র্যামী এওয়ার্ডের জন্য মনোনয়নও পেয়েছে। অস্কারপ্রাপ্ত ছবি স্লামডগ মিলিয়নারে এই গানটি ব্যাবহার করার পর, তা আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে।

আজকের বিশ্ব সঙ্গীতঃ এম-আই-এর কাগজের প্লেইন
আজকের বিশ্ব সঙ্গীতঃ এম-আই-এর কাগজের প্লেইন

এম-আই-এ, আসল নাম মাথাংগি মায়া আরুলপ্রাগাসাম, কিন্তু তাঁকে সারা বিশ্ব এম-আই-এ নামেই চেনে। তাঁর জন্ম ইংল্যান্ডে, কিন্‌তু বাবা মা শ্রিলঙ্কার। তাঁর বয়স যখন মাত্র ছয় মাস, তখন তারা শ্রিলংকায় ফিরে যান। তাঁর বাবা ছিলেন একজন বিপ্লবী ছাত্র নেতা, তাই তাদের পরিবারকে সরকারের কাছ থেকে লুকিয়ে থাকতে হত। সরকারী সৈন্যদের হাতে অত্যাচারিত হওয়ার পর, ১৯৮৬ সালে তাঁর মা মায়া ও তাঁর ভাই-বোনদের নিয়ে নিরাপত্তার জন্য ইংল্যান্ডে ফিরে যান।

সেই শরনার্থী বাচ্চা মেয়ে এখন বড় হয়ে তাঁর অভিজ্ঞতা, তাঁর ভেতরের আক্রোশ, গানের সুরেই সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে।

শুনছেন তার গান “পেইপার প্লেইন্স”।

XS
SM
MD
LG