অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় বড়দিনে বোমা হামলার সংগে জড়িত প্রধান সন্দেহ ভাজন পুলিশী হেফাজত থেকে পালিয়েছে।


নাইজেরিয়ায় বড়দিনে বোমা হামলার সংগে জড়িত প্রধান সন্দেহ ভাজন পুলিশী হেফাজত থেকে পালিয়েছে।
নাইজেরিয়ায় বড়দিনে বোমা হামলার সংগে জড়িত প্রধান সন্দেহ ভাজন পুলিশী হেফাজত থেকে পালিয়েছে।

নাইজেরিয়ায় বড়দিনে বোমা হামলার সংগে জড়িত প্রধান সন্দেহ ভাজন পুলিশী হেফাজত থেকে পালিয়েছে।

নাইজেরিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে নাইজেরিয়ার রাজধানী আবুজার একটি ক্যাথলিক গীর্জায় বড়দিনে যে মারাত্মক বোমা হামলা হয় তার সংগে জড়িত প্রধান সন্দেহ ভাজন এক ব্যাক্তিকে গ্রেপ্তার করার পর পুলিশী হেফাজত থেকে সে পালিয়ে গিয়েছে। ঐ ব্যাক্তিকে বোর্নোর রাজ্য গভর্নারের ভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

মংগলবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছেয এ সন্দেহ ভাজন কাবিরু সোকোতোকে আবুজার বাইরে অন্য আরেকটি পুলিশ ষ্টেশনে পাহারারত অবস্থায় স্থানান্তের সময় এক কুচক্রীদল আক্রমন করে এবং তাকে তুলে নিয়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে।

মংগলবার নাইজেরিয় একটি সংবাদ পত্র দি ন্যাশন জানিয়েছে যে, ঐ ঘটনায় এটাই প্রমান হয় যে সরকারি নিরাপত্তা সংস্থাগুলোতে চরম পন্থী বোকো হারাম দলের প্রতি সহমর্মীতা প্রদর্শন করছে এমন সব লোক অনুপ্রবেশ করেছে।

XS
SM
MD
LG