অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় সংঘর্ষ চলছে


লিবিয়া
লিবিয়া

লিবিয়ার উত্তরপশ্চিমের নালুত শহরে লিবিয় নেতা মোয়ামার গাদ্দাফির অনুসারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে ।

আজ বিদ্রোহী যোদ্ধারা জানায় যে, এই সংঘর্ষে অন্ততঃ ৮জন নিহত হয়েছে ।

ওদিকে মিত্র বাহিনী অসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে লিবিয়া সরকার যে অভিযোগ করেছে, নেটো তা বলে দাবী করে । শনিবার ব্রাসেলসে এক সাংবাদিক সম্মেলনে নেটো মুখপাত্রী ওয়ানা লুংগেসচু বলেন, মোয়ামার গাদ্দাফি এবং তার বাহিনী লিবিয়ার জনগনের ওপর তার কথায় – ‘সুপরিকল্পিতভাবে এবং নৃশংসভাবে হামলা চালাচ্ছে’ ।

শুক্রবার মিঃ গাদ্দাফি এক জ্বালাময়ী বার্তায় নেটো বাহিনীকে পরাস্ত করার শপথ ব্যক্ত করেন । নেটো জঙ্গীবিমানবহর যখন রাজধানী ত্রিপোলীর ওপর হামলা চালাচ্ছিল ঠিক সেইসময় তার ওই বার্তা শোনানো হয় ।

লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, শনিবার রাজধানীর অন্যান্য জায়গায় মিত্র জোটের আরও বিমান আক্রমণ চালানো হয় ।

অপর এক খবরে বলা হয়, অস্ট্রিয়া হচ্ছে প্রথম বিদেশী শক্তি যে লিবিয়ার বিরোধী গ্রুপ ট্রান্সিশনাল ন্যাশনাল কাউন্সিলকে লিবিয়ার জনগনের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেবার কথা ঘোষণা করেছে ।।

XS
SM
MD
LG