অ্যাকসেসিবিলিটি লিংক

ছেলেমেয়েরা বাবার কাছ থেকে সবচাইতে বেশী, তাদের সময় এবং নিঃশর্ত ভালবাসা চায়:ওবামা


ওবামা ও তার পিতা
ওবামা ও তার পিতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি সপ্তাহান্তে ফাদার্স ডে উদযাপন উপলক্ষ্যে সকল বাবাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে – ছেলেমেয়েরা বাবার কাছ থেকে সবচাইতে বেশী, তাদের সময় এবং নিঃশর্ত ভালবাসা চায়।

তার সাপ্তাহিক ভাষণে মিঃ ওবামা বলেন, পিতার সাহচর্য ছাড়া তিনি বড় হয়েছেন এবং সেটাই তাকে তার দুই মেয়ে মালিয়া ও সাশাকে বড় করার জন্য সর্বান্তকরণ প্রচেষ্টায় উত্সাহ যুগিয়েছে।

তিনি বলেন, তার ছেলেবেলা কেটেছে মুলতঃ হাওয়াইএ তার নানা-নানীর যত্নে। কিন্তু তিনি প্রায়ই ভাবেন, ঘরে বাবার সঙ্গে বড় হলে জীবনটা কেমন হতো।

XS
SM
MD
LG