নিউইয়র্কের ওয়েস্ট ব্যারীতে নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ সব্যসাচী দস্তিদার বলেন, এবারের সম্মেলনে আফগানিস্তান ও পাকিস্তানে নেটোর কর্মসূচী, সামরিক নীতিকৌশলের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেন,‘আমি যতটা দেখতে পাচ্ছি যে নেটোর অধিকাংশ সদস্যই আফগানিস্তানে সৈন্য পাঠাতে দ্বিধা করছে । আর সে ক্ষেত্রে এটা হয়ে যাবে আমেরিকার যুদ্ধ। এ যেন আমেরিকার অর্থে অন্যরা একটা ফ্রি রাইড নিচ্ছেন। আমি মনে করি আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব তাদের নিজেদেরই হাতে নেওয়া উচিত, আমাদের সেখানে চিরকাল থাকা উচিত নয়। তবে আফগানিস্তানের অস্থিতিশীলতা যদি অন্য দেশের ওপর চাপ সৃষ্টি করে, সেটাও ঠিক হবে না। এটাও ঠিক যে পাকিস্তান ছাড়া আফগান সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সেই সমাধানে মধ্যপন্থী তালেবানদেরও অন্তর্ভূক্ত করা উচিত, কিন্তু পাকিস্তান যদি কোন চরমপন্থীকে নিজেদের স্বার্থে আশ্রয় দেয়, তা হলে তার নিজের অস্তিত্বই সমস্যার সম্মুখীন হবে ’।