অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গের মানুষ পরিবর্তন চাইছে : ড মিরাতুন নাহার


পশ্চিম বঙ্গের মানুষ পরিবর্তন চাইছে : ড মিরাতুন নাহার
পশ্চিম বঙ্গের মানুষ পরিবর্তন চাইছে : ড মিরাতুন নাহার

বর্তমানে পশ্চিমবঙ্গে যে বিধান সভা নির্বাচন হচ্ছে, তাতে সিপিএম নের্তৃত্বাধীন ক্ষমতাসীন বামপন্থি জোট এবার খুব ভালো করতে পারবে না বলে রাজনৈতিক পন্ডিতরা অনুমান করছেন। এ রকম একটি যুগান্তকারী পরিবর্তনের কারণ সম্পর্কে কোলকাতার ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড মিরাতুন নাহার , ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে দীর্ঘ দিন ধরে বর্তমান সরকার ক্ষমতাসীন থাকায় তাদের মধ্যে যে এক ধরণের আত্মতুষ্টি চলে এসেছে। সে কারণে তারা জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ সরকার পরিবর্তন চায়, সেটা এতদিন হয়নি বলেই এখন সে রকম কিছু একটা ঘটলে তা হবে যুগান্তকারী।

ড মিরাতুন নাহার মনে করেন যে পম্চিম বঙ্গের এই ক্ষমতাসীন সরকার বহু অঘটন ঘটিয়ে এসেছে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে। তিনি বলেন যে তারা ক্ষমতার অপব্যবহার করেছে এবং এক ধরনের বলতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে সিঙ্গুর, নন্দিগ্রাম , নেতাই এবং লালগড়ে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদের কথা বলেন। পশ্চিম বঙ্গের নির্বাচনে মুসলিম ভোটদাতাদের একটি বড় রকমের ভূমিকা আছে এবং এক সময়ে মুসলমানরা এই বামপন্থি জোটকেই সমর্থন করেছিল। এখনকার বিপরীতমুখি ধারণার কারণ সম্পর্কে ড মিরাতুন নাহার বলেন যে এটা ঠিক যে বামপন্থিরা ক্ষমতায় এসে এক ধরণের নিরাপত্তা বোধ নিয়ে এসেছিল মুসলমানদের মধ্যে। কিন্তু তার পরিবর্তে তারা চেয়েছিল মুসলমানদের প্রশ্নাতীত আনুগত্য। অথচ বাস্তবতা হচ্ছে এই যে গত ৩৪ বছরে পশ্চিমবঙ্গে মুসলমানদের জীবনযাত্রায় কোন গুণগত পরিবর্তন আসেনি। শেষপর্যন্ত সিঙ্গুর-নন্দীগ্রামের ঘটনা পশ্চিম বঙ্গের মুসলমানদের ও সাহস যুগিয়েছে রুখে দাঁড়াতে এবং তারাও এখন আর সবার মতো পরিবর্তন চাইছেন।

XS
SM
MD
LG