অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে রাশিয়া ও চীন ভিটো দিয়েছে


রাশিয়া এবং চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে ভিটো দিয়েছে। ওই প্রস্তাবে সিরিয়ার বিরুদ্ধে অসামরিক নিক্ষেধাজ্ঞা আরোপের কথা ছিল যাতে প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রশাসনের প্রতি চাপ সৃষ্টি করা যায়।

প্রস্তাবের পক্ষে ১১ এবং বিপক্ষে ২ ভোট পড়ে। দুই সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে। এই তৃতীয়বারের মতো সিরিয়া সংকটের সময় রাশিয়া ও চীন প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

এই ভোটের ফলে জাতি সংঘের বিশেষ দূত কোফি আনানের শান্তি মিশন এবং জাতিসংঘের পর্যবেক্ষন দলের মেয়াদ সম্প্রসারন বাধা প্রাপ্ত হলো।

এই ভোট গ্রহনের আগে এ বিষয়ে ড: জিল্লুর রহমান খানের সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

XS
SM
MD
LG