অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান জিরগা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বকে সমর্থন করে


আফগান জিরগা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বকে সমর্থন করে
আফগান জিরগা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বকে সমর্থন করে

আফগানসি্তানে ঐতিহ্যগত জাতীয় সংসদ লোয়া জিরগায় প্রতিনিধিরা – যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ মেয়াদী অংশীদারিত্বের বিষয়ে তাদের শর্তসাপেক্ষ সমর্ন প্রকাশ করেছেন ।

কর্মকর্তারা বলেন, কোন বাধ্যবাধকতা ছাড়া এই অংশীদারিত্বে আফগানিস্তানের নিরাপত্তার প্রয়োজন এবং ২০১৪ সালের পর সেদেশে আমেরিকান বাহিনীর উপস্থিতি বিবেচনা করা হবে।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারযাই এর আগে চলতি সপ্তাআএ ৪ দিনব্যাপী লোয়া জিরগার উদ্বিধনীতে বলেছেন যে, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির শর্ত হিসেবে - সার্বভৌমত্ব চায় এবং রাত্রিকালীন অভিযান বন্ধ করতে চায় ।

আফগানিস্তানে নেটো জোটের নেতৃত্বে কোয়ালিশন বাহিনীতে ১ লক্ষ ৩০ হাজার বিদেশী সেনা অবস্থান করছে যাদের বেশীরভাগ আমেরিকান। ২০১৪ সালের মধ্যে সকল আন্তর্জাতিক যোদ্ধৃ সেনার আফগানসি্তান ত্যাগ করার কথা।

XS
SM
MD
LG