অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় ব্রিটিশ ও ইটালীয় দূতাবাসে আক্রমন চালানো হয়েছে


লিবিয়ায় ব্রিটিশ ও ইটালীয় দূতাবাসে আক্রমন চালানো হয়েছে
লিবিয়ায় ব্রিটিশ ও ইটালীয় দূতাবাসে আক্রমন চালানো হয়েছে

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ব্রিটিশ ও ইটালীয় দূতাবাসে আক্রমন চালানো হয়েছে। নেটোর ক্ষেপনাস্ত্রের আঘাতে মোয়াম্মর গাদ্দাফির এক পুত্র ও তিন নাতি নিহত হয়েছে বলে যে খবর তার পাল্টা জবাবে ওই আক্রমন চালানোহয় বলে মনে করা হচ্ছে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন নেটো বাহিনী লিবিয়ার কম্যান্ড ও নিয়ন্ত্রণ ইউনিটকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, বিশেষ কোন ব্যাক্তির বিরুদ্ধে নয়।

বার্তা মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে যে লিবিয়ার নেতা মোয়াম্মর গাদ্দাফির এক পুত্র নেটোর বিমান হামলায় নিহত হয়েছেন, মি ক্যামেরন সেই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, শনিবার রাতে তার কথায় গাদ্দাফিকে হত্যা করার সরাসরি প্রচেষ্টায় গাদ্দাফির ২৯ বছর বয়ষ্ক পুত্র সাইফ আল-আরব গাদ্দাফি ও গাদ্দাফির তিন নাতির মৃত্যু হয়।

ইব্রাহিম বলেন মি গাদ্দাফি ও তার স্ত্রী সে সময়, তাদের ছেলের বাসায় ছিলেন কিন্তু তারা আহত হননি।

XS
SM
MD
LG