অ্যাকসেসিবিলিটি লিংক

মিশিগানের প্রাথমিক নির্বাচনের মূল্যায়ন করলেন মোহাম্মদ আবু নাসের


মোহাম্মদ আবু নাসের
মোহাম্মদ আবু নাসের

আজ মঙ্গলবার মিশিগান ও অ্যারিজোনায় প্রাথমিক নির্বাচন হচ্ছে। ম্যাসাচ্যুসেটস এর সাবেক গভর্নর মিট রমনি এবং পেনসিলভেনিয়ার সাবেক সেনেটর রিক স্যানটোরামের এর মধ্যে ওই রাজ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে।

মিশিগানের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন মোহাম্মদ আবু নাসের। ভয়েস অফ আমেরিকার ভাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে মোহাম্মদ আবু নাসের বলেন যে মিশিগানে জনগনের মধ্যে বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে তিনি বেশ উত্তেজনা দেখছেন।

মোহাম্মদ নাসের বলেন সামাজিক রক্ষনশীলদের সমর্থন পেতে প্রতিদ্বন্দ্বী মিট রমনির খুব অসুবিধা হচ্ছে দুটি কারণে। প্রথমতো রিক স্যানটোরাম গত কয়েক সপ্তাহ ধরে যে সব মন্তব্য করছেন তা রক্ষনশীলদের খুব আকৃষ্ট করছে। দ্বিতীয়ত মিট রমনি মর্মন ধর্মে বিশ্বাসী। বহু রক্ষনশীল খৃষ্ঠান, মর্মন ধর্মে যারা বিশ্বাসী তাদের খৃষ্ঠান বলে মনে করে না।

মিশিগানকে, মিট রমনির রাজ্য বলে মনে করা হয়। মোহাম্মদ আবু নাসের বললেন প্রতিদ্বন্দ্বী রিক স্যানটোরামের কাছে যদি রমনি মিশিগানে পরাজিত হন তাহলে সেটা এই নির্বাচনী প্রচার অভিযানে একটা বড় ধরনের পরিবর্তন আনবে।

XS
SM
MD
LG