অ্যাকসেসিবিলিটি লিংক

৬ ছাত্রের হত্যার ব্যাপারে হাইকোর্টের কারণ দর্শাও নোটিশ


রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারে বরদেশী গ্রামে শবেবরাতের রাতে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না,
তাও জানাতে বলা হয়েছে।

বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার জনস্বার্থে একটি মানবাধিকার সংগঠনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে সরকারের পক্ষে স্বরাষ্ট্র্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং আশুলিয়া ও সাভার থানার ওসিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

XS
SM
MD
LG