অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিন্টন ভারতকে তার অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির আহ্বান জানালেন


ক্লিন্টন ভারতকে তার অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির আহ্বান জানালেন
ক্লিন্টন ভারতকে তার অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির আহ্বান জানালেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ভারতকে অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে আফগানিস্তান ও পাকিস্তান সহ গোটা মধ্য এশিয়ায় বানিজ্যকে উৎসাহিত করতে নের্তৃত্বের ভূমিকা পালন করতে আহ্বান জানান।

বুধবার ভারতের চেন্নাইতে দেওয়া ভাষণে পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন অরো বলেন যে এশীয় –প্রশান্ত মহাসাগরীয় এলাকার ইতিবাচক ভবিষ্যৎ নির্মাণের ক্ষমতা ভারতের আছে।

তিনি বলেন যে এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ভারতের অভিন্ন স্বার্থ রয়েছে যার মধ্যে সমুদ্র সীমার সুরক্ষা দেওয়া এবং গণতন্ত্র ও মানবাধিকার উৎসাহিত করা।

বুধবার পররাষ্ট্রমন্ত্রঅ তার দুদিনের ভারত সফর শেষ করেন। এই সফরটি ছিল যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান কৌশলগত সংলাপের অংশ।

চেন্নাইয়ের ভাষণে ক্লিন্টন আবারও আফগানিস্তারে স্থিতিশীলতা প্রসঙ্গে বলেন যে যুক্তরাষ্ট্র ও নেটো চায় না যে , যখন তারা সেখান থেকে সৈন্য প্রত্যাহার করছে , তখন কোন মতেই ঐ যুদ্ধ-বিক্ষত দেশটির সুরক্ষা বিঘ্নিত হোক।

XS
SM
MD
LG