সিরিয়ার সক্রিয়বাদীরা বলছে নিরাপত্তা বাহিনীর আক্রমনে মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় ১৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে শিশুরাও রয়েছে।
সিরিয়ার অবজার্ভেটারী ফর হিউম্যেন রাইটস এবং স্থানীয় সমন্বয় কমিটি বলছে রবিবার ভোরের দিকে কোফে সৌসা শহরে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্য লড়াই শুরু হয়। এলসিসি আরো জানিয়েছে যে সরকারি বাহিনী সেখানে বিশাল সেনা বাহিনী মোতায়েন করেছে। সেখানে কেউ হতাহত হয়ে কিনা তা এখনো পরিষ্কার ভাবে জানা যায়নি।
সাম্প্রতিক সহিংসতার ঘটনাটি ঘটলো সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এলজোর শহরে গোয়েন্দা সদর দপ্তরের পাশে আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণে নয় জন নিহত ও একশ জন আহত হবার কয়েক ঘন্টার মধ্যে।
রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভিডিও চিত্রে বোমা হামলার পর ভাঙাচোরা ভবন ও পুড়ে যাওয়া গাড়ি এবং উল্টে যাওয়া ট্রাক দেখা গেছে। জাতিসংঘ-আরব লীগের পর্যবেক্ষকদের বিষ্ফোরণের স্থান পরিদর্শন করতে দেখা গিয়েছে।
আত্মঘাতি আক্রমনের দায়িত্ব কেউ স্বীকার করেনি।