অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিন্টনের মন্তব্যের পর মিশর “বিদেশী হস্তক্ষেপের” নিন্দা


ক্লিন্টনের মন্তব্যের পর মিশর “বিদেশী হস্তক্ষেপের” নিন্দা
ক্লিন্টনের মন্তব্যের পর মিশর “বিদেশী হস্তক্ষেপের” নিন্দা

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তার দেশ তাদের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশী হস্তক্ষেপ মেনে নেবে না। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সেখানে সম্প্রতি নারীদের ওপর কঠোর আচরণের তীব্র নিন্দে করেন।

পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ কামেল আমর আজ বলেছেন যে কায়রো পররাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের বিবৃতি সম্পর্কে ব্যাখ্যা চাইছেন। সোমবার ক্লিনটন বলেন যে মিশরের সহিংসতা খুবই দুঃখজনক এবং এতে নারীদেরকে হেয় করা হয়েছে।

নারীদের উপর হামলার প্রতিবাদ জানানোর জন্যে বিরোধীরা শুক্রবার এক গণসমাবেশের আয়োজন করেছে যাতে ঐ আক্রমণের জন্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হবে। সৈন্যরা নারীদের প্রহার করেছে, চুল টেনে হিঁচড়ে নিয়েছে এবং কোন কোন ক্ষেত্রে তাদের কাপড় চোপড় খুলে নিয়েছে।

সামরিক পরিষদ গতকাল বলে যে তারা মহিলাদের উপর এই আক্রমণের জন্যে দুঃখ প্রকাশ করছে এবং বলছে যে যারা এই অপকর্মের জন্যে দায়ী তারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। মিশরে সামরিক বাহিনীর শাসনের অবসান দাবিতে কায়রোর তাহরির স্কোয়ারে ৫ দিনের এই সংঘর্ষে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে।

এদিকে মিশরের নয়টি প্রদেশে ভোটদাতারা বুধবা্র ফিরতি নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছে।

XS
SM
MD
LG