অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় গোলাবর্ষণে দু'জন পশ্চিমা সংবাদিক নিহত


সিরিয়ায় গোলাবর্ষণে দু'জন পশ্চিমা সংবাদিক নিহত
সিরিয়ায় গোলাবর্ষণে দু'জন পশ্চিমা সংবাদিক নিহত

সিরিয়ার হোম্স শহরে প্রচন্ড গোলাবর্ষণে দু'জন বিদেশী সাংবাদিক নিহত হন। এই ঘটনা ঘটলো যখন মতাদর্শীরা এবং দামেস্কের মিত্র রাশিয়া মানবিক সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে।

মারিয়ে কেলভেন, একজন আমেরিকান, তিনি বৃটিশ সংবাদপত্র সানডে টাইমস এর জন্য কাজ করতেন এবং অন্যজন্য ফরাসি ফোটোগ্রাফার রেমি ওচলিক গোলার আঘাতে নিহত হন। মতাদর্শীরা বলছে একই সময়ে আরো অন্তত তের জন নিহত হয় এবং কয়েক জন সাংবাদিক আহত হয়েছে ।

ফরাসী পররাষ্ট্র মন্ত্রি আলেন জুঁপে সাংবাদিকদের পরিবারকে শোকবার্তা পাঠিয়েছেন এবং একে তিনি খুন বলে অভিহিত করেন।

তিনি বলেন সিরিয়ার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তিনি আশা করছেন যে এই সপ্তাহের শেষের দিকে আন্তর্জাতিক বৈঠকে সিরিয়ার সংকট নিরসনে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছুতে পারবে।

XS
SM
MD
LG