অ্যাকসেসিবিলিটি লিংক

প্রয়োজন হলে পাকিস্তানে বিন লাদেন মিশনের মতো, আক্রমন অভিযানের আবারও নির্দেশ দেবো : ওবামা


Golub mira formiran od tijela učenika iz Chennai-a, Indija, u znak sjećanja na Hirošimu i Nagasaki, japanske gradove bombardovane atomskim bombama.
Golub mira formiran od tijela učenika iz Chennai-a, Indija, u znak sjećanja na Hirošimu i Nagasaki, japanske gradove bombardovane atomskim bombama.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন প্রয়োজন হলে তিনি আবারও পাকিস্তানে সে রকম আক্রমন অভিযানের নির্দেশ দেবেন যে রকম অভিযানে আলকায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হন।

বিবিসির সঙ্গে এক সাক্ষাত্কারে মি ওবামা বলেন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি মর্যাদা দেয় কিন্তু তার প্রশাসনের দায়িত্ব হচ্ছে যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখা। তিনি বলেন তিনি পাকিস্তানে আরেকবার আক্রমন অভিযান চালানো অনুমোদন করবেন যদি সেখানে এমন কেউ থাকেন যিনি, তার কথায়, “সক্রিয় ভাবে আমাদের লোকজনকে অথবা আমাদের মিত্রদের হত্যা করার পরিকল্পনা করছে”।

২রা মে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সেনারা পাকিস্তানের অ্যাবোটাবাদে যান এবং বিন লাদেনের দেয়াল ঘেরা বাসভবনে বিন লাদেনকে হত্যা করে। ওই আক্রমনে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

ওই সাক্ষাত্কারে মি ওবামা আরও বলেন আফগানিস্তানে যুদ্ধ অবসানের প্রচেষ্টায় তালেবানের সঙ্গে আলোচনা শুরু করার বিষয়ে তিনি প্রস্তুত। কিন্তু তিনি বলেন তালেবান নেতাদের প্রথমে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

XS
SM
MD
LG