অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ মারা গেছেন


সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ মারা গেছেন
সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ মারা গেছেন

সৌদি রাজ সিংহাসনের উত্তরাধিকারী শাহযাদা সুলতান বিন আবদুল আজিজ শনিবার নিউইয়র্কে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন । তার অসুখ সম্পর্কে কোন কিছু প্রকাশ করা হয়নি । তার বয়স ৮০র উপরে ছিল ।

সৌদি সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবরাখবর জানিয়ে বলা হয়, তিনি শনিবার – সৌদি আরবের বাইরে অসুস্থার কারণে ইন্তেকাল করেছেন ।

শাহযাদা সুলতান ছিলেন সৌদি রাজতনত্রের অন্যতম শক্তিশালী ব্যক্তি । তিনি বাদশাহ আবুদল্লার বৈমাত্রেয় ভাই । ২০১০ সালে বাদশাহ আবদুল্লা যখন নিউইয়র্কে অসত্রোপচারের জন্য যান সেইসময় তিনি দেশের শাসন কাজ পরিচালনা করেন ।

XS
SM
MD
LG