অ্যাকসেসিবিলিটি লিংক

আরাফাত রহমান কোকো ৬ বছরের কারাদন্ড পেলেন


আরাফাত রহমান কোকো ৬ বছরের কারাদন্ড পেলেন
আরাফাত রহমান কোকো ৬ বছরের কারাদন্ড পেলেন

বাংলাদেশের এক আদালত সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার পুত্রকে ৬ বছরের কারাদন্ড দিয়েছে মুদ্রাপাচারের অভিযোগে।

আরাফাত রহমান কোকো দোষী সাব্যস্ত হন, সিংগাপোরে ব্যংঙ্কগুলোর মাধ্যমে বিদেশী কম্পানিগুলো থেকে পাওয়া ২৭ লক্ষ ডলার উত্কোচ পাচার করে। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ওই অর্থ নেন এবং তার বিনিময় ওই কম্পানিগুলো যাতে সরকারী কনট্রাক্ট পায় তাতে সাহায্য করেন।

কোকোর বিচার হয় তার অনুপস্থিতিতে। ২০০৮ সাল থেকে তিনি ব্যাংককে বসবাস করছেন বলে খবরে প্রকাশ। তিনি চিকিত্সার জন্য জামিনে মুক্তি পেয়েছিলেন।

এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

XS
SM
MD
LG