অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ বেনেডিক্ট শুক্রবার মেক্সিকোতে গিয়ে পৌঁছেছেন


পোপ বেনেডিক্ট ল্যাটিন আমেরিকায় তাঁর ৫ দিনের মিশনে শুক্রবার মেক্সিকোতে গিয়ে পৌঁছেছেন ।

তিনি তার সফর শুরু করলেন মেক্সিকোর লিওণ শহরে। সেখানে রবিবার মুক্তপ্রাংগনে তিনি বিশাল প্রার্থনা সভা করবেন। মেক্সিকোতে এটাই তার প্রথম সফর। তবে তার এই সফরকে ঘিরে তেমন উত্সাহ পরিলক্ষিত হচ্ছে না, যা হয়েছিল তার পূর্বসুরী প্রয়াত দ্বিতীয় পোপ জন পলের সফরের সময়।

পোপের এই সফরো ম্যাক্সিকোর মাদক চক্রের রক্তাক্ত লড়াই-এ ঢাকা পরে গিয়েছে। ২০০৬ সালে প্রেসিডেন্ট ফেলেপ ক্যাল্ডেরন ক্ষমতা গ্রহনের পর মাদক চক্রের ওপর কঠোর দমন অভিযান চালান। সেখানে মাদক সম্পর্কিত লড়াইএ প্রায় ৫০ হাজার মানুষ প্রান হারিয়েছে।

XS
SM
MD
LG