বাংলাদেশি এ্যামেরিকান খৃষ্ট ধর্মাবলম্বি রূপম অধিকারী থাকেন ক্যালিফোর্নীয়ার লস এঞ্জেলেসের কাছাকাছির একটি শহরতলিতে । চারধারে পাহাড় ঘেরা ঐ উপত্যকা এলাকায় প্রায় শ’ তিন বাংলাদেশি খৃর্টান পরিবারের বাস । রূপম অধিকারি বলেন - তাঁরা বাংলাদেশি কায়দাতেই বড়ৌদিন উদযাপন করে থাকেন । খাদ্য তালিকায় তাঁরা পিঠা পুলির আধিক্য রাকেন , সবাই বাংলায় ক্যারো সঙ্গীত গান এবং বাংলাতেই উপাসনা করে থাকেন । রূপম অধিকারী কথা বলেন ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সরকার কবীরূদ্দীনের সঙ্গে টেলিফোনে ।