অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তা সহযোগিতার মূল্যায়ন


যুক্তরাষ্ট্রের নৌসেনাদের স্বাগত জানাচ্ছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নৌসেনাদের স্বাগত জানাচ্ছে বাংলাদেশ

আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক , বিশেষ করে অভিন্ন নিরাপত্তার ক্ষেত্রগুলি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ তাদের মধ্যকার কুটনৈতিক সম্পর্কের চল্লিশবছর পূরণ করলো সম্প্রতি । এ উপলক্ষে ঢাকায় এবং ওয়াশিংটনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে এই সম্পর্ককে দৃঢ়তর করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় পক্ষ। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু শাপিরো বাংলাদেশ সফরে গিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নিরাপত্তা বিষয়ে আলাপ আলোচনা করেছেন এবং এই অভিন্ন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা বিষয়ে সহযোগিতা কতটা কোন দেশের স্বার্থে প্রয়োজন তারই মূল্যায়ন করেছেন আমাদের এই কল ইন শোতে আমন্ত্রিত অতিথিরা , শ্রোতাদের মন্তব্য ও প্রশ্নের জবাবে।

আমাদের অতিথী প্যানেলে রয়েছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানি , নিবন্ধকার ও বিশ্লেষক ড মিজানুর রহমান শেলী , রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড আমেনিা মোহসিন , এবং আরও রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম , ডিরেক্টর সেন্টার ফর ফরেন অ্যাফায়ার্স স্টাডিজ , যিনি মিশর ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

XS
SM
MD
LG