অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিবাদকারীরা তাহরির চত্বরে সমাবেশ করে, পরিবর্তনের দাবি জানায়


প্রতিবাদকারীরা তাহরির চত্বরে সমাবেশ করে, পরিবর্তনের দাবি জানায়
প্রতিবাদকারীরা তাহরির চত্বরে সমাবেশ করে, পরিবর্তনের দাবি জানায়

কায়রোর তাহরির চত্বরে সামরিক শাসন অবসানের দাবি জানিয়ে প্রতিবাদকারীরা বিক্ষোভ করছে।

হাজার হাজার ক্ষুব্ধ মিশরীয় শুক্রবার খুব ভোরে বর্তমানের ঐতিহাসিক চত্বরে ভীড় করে। জুম্মার নামাজের পরও তারা বিক্ষোভ বজায় রাখে এবং “স্বাধীনতা স্বাধীনতা” ধ্বনি তোলে।

বহু প্রতিবাদকারী কথিত ১০ লক্ষ মানুষের সমাবেশের কথা উল্লেখ করে বলে দেশের ক্ষমতাসীন সামরিক পরিষদের সঠিক কাজ করার এটাই শেষ সুযোগ এবং তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু অসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে পরিষদ নতুন এক প্রধানমন্ত্রী কামাল গানজুরি বেছে নেওয়ার কথা ঘোষণা করে।

XS
SM
MD
LG