অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপে অর্থনীতি বিষয়ে আশংকা


ইটালির প্রধানমন্ত্রী
ইটালির প্রধানমন্ত্রী

শুক্রবার ইটালীকে ৬ মাসের বন্ডের জন্য দ্বিগুন সুদের হারে ঋণ নিতে হয়। এর ফলে যে সব দেশ অভিন্ন ইউরোপীয় মুদ্রা ব্যবহার করে সেই সব দেশে অর্থনৈতিক সমস্যা সম্পর্কে নতুন করে আশংকা দেখা দিয়েছে।

শুক্রবার ইউরো মুদ্রা এবং বিশ্ব শেয়ার বাজারে মূল্য পড়ে যায়।

ইটালির নতুন প্রধানমন্ত্রী মারিও মন্টি শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেন। তাতে তিনি বলেছেন জার্মানি ও ফ্রান্স তার সঙ্গে একমত হয়েছে যে ইটালিতে ঋণ ব্যবস্থা ভেঙ্গে পড়লে তা ইউরো মুদ্রার অবসান ঘটাবে। বৃহস্পতিবার ইউরোজোনের তিনটি বৃহত্ অর্থনীতির শীর্ষ সম্মেলন হয়।

ফরাসী প্রধানমন্ত্রী নিকোলাস সারকোজি এবং জার্মান চ্যান্সেলার অ্যাংহেলা মার্কেল দুজনই বৃহস্পতিবারের বৈঠকে বলেন তারা ইটালি এবং ইউরোকে সমর্থন

করবেন।

XS
SM
MD
LG