সিরিয়ায় একটি মানবাধিকার গ্রুপ বলেছে নিহত রাজনৈতিক প্রতিবাদকারীদের জানাযায়, নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করলে দুজন নিহত হয়।
সিরিয়ান Observatory for Human Rights বলেছে শনিবার রাজধানী দামেষ্কের দক্ষিণে আলকাসওয়ায় দু ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়।
মানবাধিকার গ্রুপ বলেছে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে যখন জানাযা প্রতিবাদ বিক্ষোভে পরিনত হয়।
সিরিয়ান Observatory’র এক মুখপাত্র বলেন, শুক্রবার, সরকার বিরোধী প্রতিবাদকারী যারা নিহত হন তাদের জানাযা হচ্ছিলো শনিবার। শুক্রবার নিরাপত্তা বাহিনী যখন প্রতিবাদকারীদের উপর গুলি চালায় তখন ২ জন শিশু সহ অন্তত ২০ জন নিহত হয়।