চীন ইওরোপের ঋণভার লাঘবের ক্ষেত্রে তার বিরাট অর্থ মজুদের কিছু অংশ বিনিয়গের আশু সম্ভাবনার কথা প্রকাশ করতে চাচ্ছে না।
চীনের এক উপ অর্থমন্ত্রী ঝু গুয়াংইয়াও শুক্রবার বেজিংএ ইওরোপীয় অর্থ তহবিলের প্রধান ক্লাওস রেগলিঙ্গের সঙ্গে মিলিত হন।
তবে পরে ঝু সাংবাদিকদের বলনে, চীন কিছু অপেক্ষা করে, ঋণ ক্ষেত্রে থোক সহায়তার ব্যবস্থা দেখবে। তিনি বলেন চীন, চলতি সপ্তাহে ইওরোপের নেতারা যে ১০ লক্ষ ৪০ হাজার কোটি ডলারের তহবিল গঠন করেছেন, সেখানে বিনিয়োগ করার আগে কিছু বাস্তবসম্মত আলোচনা করতে চায়।
চীনের কাছে রয়েছে বিশ্বের সবচাইতে বেশী অর্থ মজুদ যার পরিমাণ হচ্ছে ঃ ৩ লক্ষ ২০ হাজার কোটি ডলার।