অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ আরব লীগের দূত বলেছেন সিরিয়ার সরকারের এখনই উচিত অস্ত্র বিরতি কার্যকর করা


জাতিসংঘ আরব লীগের দূত কোফি আনান বলেছেন সিরিয়ার সরকারের এখনই উচিত অস্ত্র বিরতি কার্যকর করা এবং বিরোধী গ্রুপগুলোর বিরুদ্ধে আক্রমন বন্ধ করা। ওদিকে শুক্রবার সারা দেশে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

মি আনানের মুখপাত্র আহমেদ ফাওজি জিনিভায় সাংবাদিকদের বলেন যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর জন্য ৬ পয়েন্টের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের তার কথায় চুড়ান্ত সময়সীমা এখন। সাবেক জাতিসংঘ প্রধান ওই পরিকল্পনা প্রনয়ন করেছেন। মি আসাদ এটা না মানলে কোন্ পদক্ষেপ নেওয়া হবে তা তিনি বলেননি।

বৃহস্পতিবার বাঘদাদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে আরব নেতৃবর্গ সিরিয়া শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন প্রকাশ করেন।

মঙ্গলবার মি আসাদ শান্তি পরিকল্পনার বিষয়ে সম্মত হন। কিন্তু সরকারি বাহিনী এখনও সংযোম প্রদর্শন করেনি।

XS
SM
MD
LG