অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বাহিনী বিশ্ববিদ্যালয়ে আক্রমন চালায়, ৪জন নিহত


সিরিয়ার সক্রিয়কর্মীরা বলেছেন সরকারি বাহিনী আলেপ্পোতে অন্তত চার ব্যাক্তিকে হত্যা করে যখন তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে হানা দেয়। ওদিকে জাতি সংঘের পর্যবেক্ষকরা সহিংসতা অবসানের জন্য তদের চাপ অব্যাহত রেখেছে। অস্ত্রবিরতি পরিস্থিতির যখন অবনতি হচ্ছে তখন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার মানবাধিকার গ্রুপগুলো এবং সক্রিয়কর্মীরা বলেছে সরকারি বাহিনী আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে রাতে তাদের অভিযানের সময় কাদানে গ্যাস ও তাজা গুলি ব্যবহার করে। সক্রিয়কর্মীরা বেলেছে সরকারি বাহিনী অন্তত ২০০ ছাত্র ছাত্রীকে গ্রেপ্তার করে যখন ছাত্রদের সরকার বিরোধী প্রতিবাদের পর তারা ক্যাম্পাসে হানা দেয়।

ভয়েস অফ আমেরিকার মধ্যপ্রাচ্য ব্যুরোর সংবাদদাতা এলিজাবেথ অ্যারোট, বৃহস্পতিবার জাতিসংঘের পর্যবেক্ষকদের সঙ্গে হামা ও হোম্স সফর করেন। তিনি ব্যাপক ধ্বংশের চিত্র দেখেন।

তিনি বলেন “হামা ও হোম্সের মধ্যে দামেস্কের উত্তরে করিডোরে লড়াই ও অস্থিতিশীলতা দেখা যায়।খুব সুস্পষ্ট সেটা। যেমন আরাসার উপকন্ঠে একটি শহরে প্রতিটি বাড়িতে দেওয়ালে গর্ত রয়েছে“।

ফরাসী সংবাদ সংস্থা বলেছে সরকারি বাহিনী দামেস্ক প্রদেশে অন্তত দুবার অভিযান চালিয়েছে বৃহস্পতিবার।

XS
SM
MD
LG