বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর নেতৃবৃন্দ ফ্রান্সের ক্যান শহরে বৈঠকে মিলিত হচ্ছেন বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনার জন্য। ইউরোপের ঋণ সংক্রান্ত সমস্যা এবং গ্রীসের জন্য অ্থনৈতিক সাহায্য এই শীর্ষ সম্মেলনে প্রাধান্য পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জার্মান চ্যান্সেলার আঙ্গেলা মার্কেলের এবং ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেন। মার্কেল ও সারকোজি ইউরোপের সবচাইতে বলিষ্ঠ অর্থনীতিতে নেতৃত্ব দেন। বৃহস্পতিবার ক্যানে গ্রুপ অফ টোয়েন্টি শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে মি ওবামা ওই দুই নেতার সঙ্গে সাক্ষাত্ করেন।
প্রেসিডেন্ট ওবামা বলেন ইউরোপীয় ইইউনিয়ন তাদের ঋণ সমস্যা মোকাবেলায় গুরুত্বপুর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে।