অ্যাকসেসিবিলিটি লিংক

জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনের মূল্যায়ন করলেন অর্থনীতিবিদ ড: সেলিম জাহান


জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনের মূল্যায়ন করলেন অর্থনীতিবিদ ড: সেলিম জাহান
জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনের মূল্যায়ন করলেন অর্থনীতিবিদ ড: সেলিম জাহান

ফ্রান্সের কান শহরে বিশ্বের উন্নত ও উন্নয়ন-উন্মুখ রাষ্ট্রের সমন্বয়ে গঠিত জি টুয়েন্টির যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলো তার সামগ্রিক তাৎপর্য নিয়ে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে কথা বলেছেন নিউ ইয়র্কে অবস্থিত বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জাতিসংঘের দারিদ্র বিমোচন কর্মসূচির পরিচালক ড সেলিম জাহান। তিনি ইউরোপীয় ও বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব এবং একই সঙ্গে এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভুমিকা নিয়ে কথা বার্তা বলেন।

জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনের মূল্যায়ন করলেন অর্থনীতিবিদ ড: সেলিম জাহান
জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনের মূল্যায়ন করলেন অর্থনীতিবিদ ড: সেলিম জাহান

ড সেলিম জাহান বলেন যে এ কথা সত্যিই যে এ বারের জি-টুয়েন্টি শীর্ষ বৈঠক মূলত আচ্ছন্ন থেকেছে গ্রীসের আর্থিক সংকট নিয়ে এব সেই সঙ্গে দেশটির ঋণ মওকুফের বিষয় নিয়েও। তিনি বলেন যে কেবল ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে নয় , যুক্তরাষ্ট্রের এবং গোটা বিশ্বের আর্থিক ভবিষ্যতের জন্যে অর্থনৈতিক ভাবে সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরী।

ড জাহান এই সাক্ষাৎকারে বিশ্ব অর্থনীতিতে জি-টুয়েন্টির ভুমিকা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণাত্মক আলোচনা করেন। তিনি বলেন যে এই সংগঠনে এখন যে কেবল জি -এইটের মতো উন্নত দেশগুলো রয়েছে তাই-ই নয় , রয়েছে উন্নয়ন উন্মুখ দেশগুলিও ।আর এ ক্ষেত্রে ভারত কিংবা চীনের মতো উন্নয়ন-উন্মুখ রাষ্ট্রগুলির ভুমিকা পালন করতে হবে।

XS
SM
MD
LG