অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ৭জন নিহত, ব্যাপক ক্ষমা মঞ্জুর কার্যক্রম শুরু হয়েছে


সিরিয়ায় ৭জন নিহত, ব্যাপক ক্ষমা মঞ্জুর কার্যক্রম শুরু হয়েছে
সিরিয়ায় ৭জন নিহত, ব্যাপক ক্ষমা মঞ্জুর কার্যক্রম শুরু হয়েছে

সিরিয়ায় শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষে অন্তত ৭জন নিহত।

একই দিনে সপ্তাহব্যাপী সরকারের ক্ষমা মঞ্জুর কার্যক্রম শুরু হয়।

সক্রিয় কর্মীরা বলেন বাবা আমর জেলা সহ হোম্স অঞ্চলে প্রচন্ড গোলাবর্ষণ হয়।

সক্রিয়কর্মীরা বলেন এই পরপর তৃতীয় দিন সরকারি বাহিনী হোম্সে প্রবেশ করে দমন অভিযানের উদ্দেশ্যে। এমন সময় দমন অভিযান চলছে যখন সিরিয়া সেই সকল নাগরিকদের জন্য ক্ষমা মঞ্জুর কার্যক্রম শুরু করে যাদের কাছে অস্ত্র আছে বা যারা অস্ত্র বিক্রি করেছে।

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রনালয় এই কার্যক্রমের কথা ঘোষণা করার পর পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্রী ভিক্টোরিয়া ন্যুল্যান্ড, সিরিয়ানদের পরামর্শ দেন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পন না করার জন্য।

শনিবার সিরিয়ান সরকার ন্যুল্যান্ডের মন্তব্যকে দায়িত্বহীন বলে আখ্যায়িত করে এবং তার বিরুদ্ধে সসস্ত্র গ্রুপগুলোকে সমর্থন দেওয়ার অভিযোগ করে।



XS
SM
MD
LG