অ্যাকসেসিবিলিটি লিংক

নাইন–ইলেভেন নিয়ে আমাদের ধারাবাহিক পরিবেশনা


নাইন–ইলেভেন নিয়ে আমাদের ধারাবাহিক পরিবেশনা
নাইন–ইলেভেন নিয়ে আমাদের ধারাবাহিক পরিবেশনা

দশ বছর আগে সেপ্টেম্বর মাসে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালায় এবং আমেরিকার সঙ্গে মুসলিম জাহানের সম্পর্কের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করে । বিশ্বের সবচাইতে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় রয়েছেন আমাদের সংবাদদাতা ব্রায়ান প্যাডেন – তিনি সেখানে যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের বর্তমান সম্পর্ক খতিয়ে দেখেন । মুসলিম জাহানের অধিকাংশ ১১ই সেপ্টেম্বরের হামলার নিন্দা করছেন। তবে অনেকেই মনে করে যে যুক্তরাষ্ট্র এই হামলার যে ভাবে জবাব দিয়েছে, তা আরও খারাপ । স্টিভেন কুল মেরীল্যাণ্ড বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল পলিসি অ্যাটিটিউড’ কর্মসূচীর পরিচালক । তিনি মুসলিম প্রধান দেশগুলোয় বেশ কিছু জনমত পরিচালনা করেছেন । তিনি বলেন, নআ-ইলেভেনের আগেই আংশিকভাবে ইস্রায়েলের প্রতি তার সমর্থনের কারণে মুসলিম বিশ্বে আমেরিকার প্রতি একটা বিরূপ মনোভাব ছিল । তবে তা এমন স্পষ্ট ছিল না । আফগানিস্তান ও ইরাক যুদ্ধ, লিবিয়ায় নেটোর হস্তক্ষেপ এবং স্বৈরশাসক গোষ্ঠি যারা আলকায়দার হুমকীর ওজুহাতে মতবিরোধ দমন করছে তাদের প্রতি দৃশ্যতঃ আমেরিকার সমর্থনের কারণে মুসলিমদের সেই মনোভাব আরও দৃঢ় করে তুলেছে । অনেক মুসলমান যুক্তরাষ্ট্রে গনতান্ত্রিক মূল্যবোধের প্রশংসা করে, তবে মিঃ কুল বলেন, বেশীরভাগ মুসলিম দেশেই একটা বিরুপ মনোভাব দেখা যায় । তিনি বলেন, ‘তাদের মনে একটা মন্দ আমেরিকা রয়েছে, যে সবসময় তার মূল্যবোধ মেনে চলে না, ইসলামের প্রতি তার বৈরী মনোভাব, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সামরিক শক্তি প্রয়োগ করে এবং গনতন্ত্র উত্সাহিত করে না’ । ১১ই সেপ্টেম্বরের ১০ বছর পূর্ণ হচ্ছে এবং এখনও মুসলিম বিশ্বের মনোভাবের পরিবর্তনের লক্ষ্যে অগ্রগতি ঘটছে ।

নাইন–ইলেভেন নিয়ে আমাদের ধারাবাহিক পরিবেশনায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন রোকেয়া হায়দার ও আহসানুল হক।

XS
SM
MD
LG